শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | আমবাড়ি চা বাগানে ফের খাঁচায় বন্দি হল চিতাবাঘ, তবে নজরে রয়েছে আরও একটি

Sumit | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৪৭Sumit Chakraborty


অতীশ সেন, ডুয়ার্স : বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জলপাইগুড়ি জেলার আমবাড়ি চা বাগানে। বিগত ৯ সেপ্টেম্বর এই চা বাগানেই বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ার পরও খাঁচা ভেঙে পালিয়ে গিয়েছিল একটি চিতাবাঘ। ঘটনার পর চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। এরপরই বনদপ্তরের পক্ষ থেকে বাগানের ২৬ নম্বর সেকশানে নতুন আরেকটি খাঁচা পাতা হয়েছিল। প্রায় দুই সপ্তাহ পর ছাগল টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। তবে বনদপ্তরের সূত্রে খবর, খাঁচা ভেঙে পালিয়ে যাওয়া চিতাবাঘটি ছিল পূর্ণবয়স্ক পুরুষ। এদিন বন্দি হওয়া চিতাবাঘটি সেটি নয়। ফলে শ্রমিকদের আতঙ্ক সহজে কাটছে না।

 

জানা গিয়েছে বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান দীর্ঘদিন ধরেই চিতাবাঘ উপদ্রুত। বাগানের লোকালয় সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখা যায়। রাত হলে গবাদি পশু, হাঁস, মুরগির লোভে গৃহস্থের বাড়িতেও চিতাবাঘ হানা দেয়। বাগানে কাজ করা বা চা পাতা তোলার সময়েও আমবাড়ি সহ আশেপাশেই সমস্ত চা বাগানেই কর্মরত শ্রমিকদের উপর চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। এর থেকে বাঁচতে বনদপ্তরের পক্ষে শ্রমিকদের মধ্যে সচেতনতামূলক প্রচারও চালানো হয়। তবে লোকালয়ের কাছাকাছি এলাকায় চিতাবাঘ দেখা গেলে দুর্ঘটনা এড়াতে চা বাগান কর্তৃপক্ষ বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানালে, বনদপ্তর সেই ব্যবস্থা করে।

 

খাঁচার রক্ষণাবেক্ষণ ও টোপ লাগানোর দায়িত্ব স্থানীয়দের উপরেই দেওয়া হয়। বিগত দিনে এই বাগানে খাঁচায় ধরা পড়া চিতাবাঘ দেখতে ভিড় জমানো জনতার সামনে পুরাতন খাঁচার জং ধরা দরজা ভেঙে চিতাবাঘের পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এই ঘটনায় একজন আহতও হয়েছিল। এর পরই বনদপ্তর আরেকটি ভাল খাঁচা বাগানে লাগিয়েছিল। এই খাঁচাতেই বুধবার সকালে চিতাবাঘটি ধরা পড়ে। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।

 

বনদপ্তরের সূত্রে খবর, এদিন ধরা পড়া চিতাবাঘটি সুস্থ থাকায় দুপুরে সেটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। বাগানে এখনও ঘুরে বেড়ানো অন্যান্য চিতাবাঘগুলিকে ধরতে আবারও খাঁচা পাতা হবে।


#leopard is caged#Ambari tea garden#leopard attack



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কোটি টাকার লুটপাটের পর গৃহস্থের বাড়িতেই জমিয়ে রান্না-খাওয়া, সঙ্গে আমেজে সুরাপান, চোরেদের কীর্তিতে তোলপাড় বর্ধমান...

ভরা শীতেও গেল না জল যন্ত্রণা, পুরসভার পাইপ ফেটে বিপত্তি হাওড়ার এই দুই ওয়ার্ডে...

ব্যবসার আড়ালে ভয়ঙ্কর লেনদেনের অভিযোগ, মুর্শিদাবাদে ব্যবসায়ীর বাড়ি-দোকানে ইডি-র হানা...

গানের আওয়াজে বোঝা গেলনা হাতির উপস্থিতি, পিকনিক স্পটে আচমকাই গজরাজের আক্রমণ ...

সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই, রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর বন্ধ প্রতিবাদ আন্দোলন...

বছরের প্রথম বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত তিন...

সারি সারি কমলালেবুর গাছ থেকে ঝুলছে কমলা, অশোকনগর কি দার্জিলিং? বছরের প্রথমদিন উপচে পড়া ভিড় ...

১১৩ বছর বয়সে মৃত্যু কোচবিহারের রাজ আমলের রাঁধুনির...

কম্বল নিতে হুড়োহুড়ি, ভিড়ের চাপে দেওয়াল ভেঙে আহত সাত...

অনুব্রত নয়, মিলনমেলায় রাজমুকুট উঠলো কাজল শেখের মাথায় ...

'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না', অভিযুক্তকে ধরতে নাকানি-চোবানি পুলিশের! ফিরল খালি হাতেই ...

ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘায়, প্রাণ গেল এক শিশু সহ দুইজনের...

বিজেপিকে 'কুঁজো' ও 'গামছা' -র সঙ্গে তুলনা কুণালের, তীব্র আক্রমণ শুভেন্দুকেও...

নওদা থেকে জঙ্গি সন্দেহে ধৃত যুবকরা মহিলাদেরও 'রিক্রুট' করার চেষ্টায় ছিল, তদন্তে এসটিএফ ...

স্বামীর মৃত্যুর পর নিজের বাড়ির অধিকার পেতে ধর্নায় বসলেন বৃদ্ধা...



সোশ্যাল মিডিয়া



09 24